সাধারন জ্ঞানের আসর । শিখুন জানুন বুঝুন

সাধারন জ্ঞানের আসর


বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি.?
____পিপীলিকা।

প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে.?
____কেঁচো।

বিভক্তিহীন নাম শব্দকে কী বলে.?
____প্রাতিপদিক।


বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে.?
____ভারতচন্দ্র।


বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে খ্যাত.?
____মাদার তেরেসা।


কফিতে কোন উপাদান থাকে.?
____ক্যাফেইন।


পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি কোনটি.?
____পিগমি।


পেনিসিলিন কে আবিস্কার করেন.?
____আলেকজান্ডার ফ্লেমিং।


মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের
কারণে.?
____মেলানিন।


পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটি.?
____আম।

Source: janabd.com

No comments

Powered by Blogger.