কোনটা ভালো Blogger নাকী Wordpress ? যেনে নিন সহজে ।


কোনটা  ভালো  Blogger নাকী  Wordpress ? যেনে নিন সহজে ।
কোনটা  ভালো  Blogger নাকী  Wordpress ? যেনে নিন সহজে


ব্লগস্পট (Blogger) এর সুবিধাঃ
. এর মালিক গুগল এবং গুগল চেষ্টা করে গ্রাহক কে সর্বচ্চো সুবিধা দেয়ার।
. ব্লগ ডিজাইনের ক্ষেত্রে ব্লগস্পট থেকে প্রায় পূর্ণ স্বাধীনতা পাওয়া যায়।
. ব্লগস্পটের রয়েছে অনেকগুলো নিজস্ব থিম বা টেম্পলেট। এছাড়া ইন্টারনেটে ফ্রিতে অসংখ্য থিম বা টেম্পলেট পাওয়া যায়। আপনি যেকোনো একটি থিম নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন।
. ব্লগস্পট এর রয়েছে হাই পারফর্মেন্স সার্ভার।
. এটি এসইও ফ্রেন্ডলি ব্লগিং প্লাটফর্ম,
ফলে গুগল থেকে আপনি পাবেন অসংখ্য ভিজিটর। অনেক ব্লগ আছে যেগুলি টাকা দিয়ে তৈরি সাইট এর চেয়েও বেশী ভিসিটর পায়।
. আপনার ভিজিটর পরিমান বেশি থাকলে আপনি অ্যাড দিয়ে অনেক টাকা ইঙ্কাম করতে পারবেন।
. এটি তে অ্যাড এত কোড বসান খুবই সহজ
. কোন প্রকার এইচটিএমএল, সিএসএস বা প্রগ্রামিং ভাষা জানার দরকার হয় না। তবে জানা থাকেলে কিছু বিশেষ সুবিধা পাবেন।

তাই আমি আপনাদের ব্লগস্পট দিয়েই ব্লগিং শুরু করার কথা বলব। তাছাড়া অনেকে প্রথমেই টকা খরছ করতে চায় না,
তাদের জন্য তো অবশ্যই ব্লগস্পট।
প্রতিটি ব্লগের প্রাণই হচ্ছে ভিজিটর। আপনি যদি কোন ভিজিটর না পান, তাহলে সুন্দর ডিজাইন আপনার কোন কাজে আসবে না।
আপনারা নিশ্চয়ই জানেন যে, গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। গুগল ব্লগস্পট কে যে চোখে দেখবে অন্যান্য ফ্রি ব্লগকে নিশ্চয়ই সেই চোখে দেখবে না। ফলে ভিজিটর কিন্তু ব্লগস্পটেই বেশী পাঠাবে। তাই আগেই ভাবুন, পরে ব্লগস্পটের দিকে এলে আপনিই পিছিয়ে পরবেন। ব্লগস্পটে রয়েছে ডোমেইন পারকিং এর সুবিধা, যা অনেক জায়গাতেই নেই। আর এটি সম্পূর্ণ ফ্রি। গুগল আপনার কাছ থেকে একটি টাকা চাইবে না, বা কোন প্রকার সুবিধা দাবি করবে না। সব বিষয় চিন্তা করে বলা যায়,
ফ্রি ব্লগিং প্লাটফর্ম হিসেবে ব্লগস্পটই সেরা।
ব্লগার থেকে আয় করা সম্ভব
ব্লগস্পট থেকে প্রচুর আয় করা সম্ভব। আপনার ব্লগ যদি গুনগত মান-সম্মত হয়,
তাহলে আপনি গুগল এর কাছে বিজ্ঞাপনের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি অন্যান্য বিজ্ঞাপন সংস্থা থেকেও এখানে বিজ্ঞাপন দিতে পারেন। এজন্য গুগল আপনার কাছ থেকে টাকার ভাগ চাবে না। অনেক ব্লগার আছেন যারা ব্লগস্পট ব্লগিং করেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন


ওয়ার্ডপ্রেস ( Wordpress ) এর সুবিধা: 

কেন ওয়ার্ডপ্রেস ব্যাবহার করবেন ?
বিশ্বের অধিকাংশ ব্লগই বর্তমানে এই প্লাটফর্ম ব্যাবহার করছে । ওয়ার্ডপ্রেসকে ব্যাবহারের প্রধান কারন হচ্ছে এটি ওপেন সোর্স ভিত্তিক একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ফলে যেকোনো ব্যাক্তি তার পছন্দমত এটিকে সাজাতে পারেপছন্দ মত আপডেট তৈরি করতে পারে। মোট কথা ব্যবহারকারীদের সুবিধার্তে এটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পিএইচপি,মাইএসকিউএল বা এইচটিএমএল এক্সপার্টরা পূর্বে ব্লগ ডিজাইন করতে অনেক পরিশ্রম করতো কিন্তু বর্তমান প্রযুক্তির উন্নয়নে এধরনের একটি ওপেন সোর্স ভিত্তিক আকর্ষণীয় প্লাটফর্ম সত্যি প্রশংসার দাবিদার । ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার মাইএসকিউএলপিএইচপিএইচটিএমএল বা কোডের জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বা ব্লগ কয়েক দিনেই তৈরী করা সম্ভব। সার্চ ইঞ্জিন এক্সপার্টদের কাছে এটি সবচেয়ে ভালমানের সিএমএস কারন অতি সহজেই এর কন্টেন্ট সার্চ ইঞ্জিন পড়তে পারে। এবং খুব দ্রুত এটি লোডিং হয়। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে অজস্র প্লাগইনউইডজেট এবং থীম পাওয়া যায় যা আপনার ব্লগকে আরো আকর্ষণীয় করে তুলবে। যারা প্রোগ্রামিং জানেননা তারা এর বিভিন্ন টুলস দিয়ে সহজেই এর মানোন্নয়ন করতে পারবেন। পরিশেষেওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনার ব্লগকে করে তুলবে আকর্ষণীয় ও সার্চ ইঞ্জিন বান্ধব।

ভাল মানের Domain, Hosting  কিনেতে হয় । তাছাড়া  অনেকে প্রথমেই টকা খরছ করতে চায় না,
তাদের জন্য তো অবশ্যই ব্লগস্পট। 

সহজ ব্যবহার ও ইচ্ছা মত ডিজাইনঃ
যারা প্রোগ্রামিং জানেন না তারাও ওয়ার্ডপ্রেস এ অনেক সহজে একটা সুন্দর সাইট দার করাতে পারবে । এটা ডিজাইন করাও অনেক সহজ আপনাকেও কোন কস্ট করতে হবে না গুগল এ সার্চ দিলে পাবে ওয়ার্ডপ্রেস এ ব্যবহারিত লাখ লাখ থীম এর ভান্ডার এখান থেকে সহজে আপনি আপনার পসন্দের থীম টা সংগ্রহ করতে পারবেন । আর আপনি যদি এইচটিএমএল বা সিএসএস ,পিএইচপি তে হাফেজ হয়ে থাকে তা হলে ত কথায় নেই আপনার ইচ্ছা মত ওয়ার্ডপ্রেস থীম ডিজাইন করে ব্যবহার করাতে পারবেন ।

বিপুল পরিমানে প্লাগিন ও সহজে সার্চ ইঞ্জিন অপটিমাইজ এর সুবিধাঃ
ওয়ার্ডপ্রেস তৈরি সাইট ক্যাটাগরি মেটা ট্যাগ নেভিগেশন যোগ করার সুবিধা আছে , Ping করা , h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায় । এ ছাড়া আরো বিভিন্ন সুবিধা থাকার কারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সেরা । তা ছাড়া সবচেয়ে বড় সুদিধা হল এগুলো করতে আপনাকে তেমন কোডিং জানতে হবে না কারন এগুলোর জন্য অনেক প্লাগিন আছে । আর ওয়ার্ডপ্রেস এর সব চেয়ে বড় সুবিধা হল এর প্লাগিন ভান্ডার । আপনি এখানে হাজার হাজার প্লাগিন্ন পাবেন ।

বিজ্ঞাপন ব্যবহার সহজঃ
আপনি ওয়ার্ডপ্রেস এ ইচ্ছা মত যায় গায় ইচ্ছা মত বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন । ব্লগারে যেমন আমাজন এসোসিয়েটসএডসেন্সএডব্রাইটইত্যাদি একসংগে ব্যবহার করা নিষেদ আছে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ইচ্ছা মত বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন


No comments

Powered by Blogger.